Wellcome to National Portal
  • 2024-12-24-07-55-68c19e62fde6987f40eed5583dbd714e
  • 2024-12-24-07-58-2e317d6621e06a0648a3756564184c6d
  • 2024-12-24-08-01-5361ad698bcf66375340d214ba0c2380
  • 2024-11-19-11-04-cb73ee95b5b9bfbcf1837c76e1a7e30e
  • 2024-11-19-09-59-d4e0f8320d721dc3d82ca9619cdb4dee
  • 2024-11-19-10-00-d28bfd83a30c97087d4cd6606f77663f
  • 2024-11-19-10-00-4f581ecac9689ef5f3fbbacbc873bdad
  • 2024-11-14-11-44-7cd5ce53da8ae554144c94fd51a7a6a8
  • 2024-11-14-11-38-2bca8cc5d91d878f75311f59e284dd48
  • 2024-11-14-11-44-372e4a0bce7bc274ce6e36882ad6d4e2
  • 2024-11-14-11-39-24a8cde0e9e22af34150feb39fb1fdbe
  • 2024-11-14-11-39-933c7b5bf3e6cb4f1a10dcba6ed91631
  • 2024-11-14-11-39-28234466e441eaf429ced31c45e69d27
  • 2024-11-14-11-39-c77536c76b186ae2f5005791758035a8
  • 2024-11-12-08-12-93196f4b95c80a4a73bb4aeb56f355bf
  • 2024-11-05-10-32-04b8638df5fe355c33cb4c6115a78e3a
  • 2024-11-05-10-36-1733a5f78e6815da5126c81d801696dc
  • 2024-11-05-10-51-4fb30252c2dc9530ce4df01a7691be39
  • 2024-11-05-10-48-1807c6b32171c1a9b742aea7411353fe
  • 2024-11-05-10-43-2145a15dc462beab3fba7521850d8054
  • 2024-11-05-10-40-1f5dbffce7451dcc71b5141ff17b6857
  • 2024-10-09-07-24-3af869266568dd276687a3fd926d3fa1
  • 2024-10-09-07-13-db4ae03809ad4be865f07ade22e720c5
  • 2024-10-09-07-23-fee3bc22076a92afa643deebf849833d
  • 2024-06-27-09-39-fe4687cde35fe3075a268b4146467d98
  • 2024-06-30-11-56-0d7313e5ce7c17c7503e39841a84b077
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

এক নজরে বিইপিআরসি

সম্ভাব্য স্বল্প সময়ে বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে নিম্নলিখিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করা অপরিহার্য: 

  • জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক শক্তির উপর নির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির অনুসন্ধান;
  • ভূতাত্ত্বিক এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা সাপেক্ষে তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রাপ্তিতে জ্বালানি নিরাপত্তা সম্পর্কিত ধারনা ও মূল্যায়ন;
  • জ্বালানি দক্ষতা এবং চাহিদা ব্যবস্থাপনার পাশাপাশি নির্ভরযোগ্য জ্বালানি সঞ্চয় ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে স্মার্ট গ্রিডের প্রবর্তন;
  • ক্লিন ইনার্জিকে অগ্রাধিকার প্রদান এবং
  • প্রতিযোগিতামূলক জ্বালানি শক্তির বাজার সৃষ্টি।

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে শক্তিশালী করার নিমিত্ত সাশ্রয়ী ও টেকসই শক্তির নতুন সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে উল্লেখিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার লক্ষ্যেই বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গঠন করা হয়। গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রযুক্তিগত উদ্ভাবন আনার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আইন, ২০১৫” প্রণয়নের পর কাউন্সিল তার কার্যক্রম শুরু করে।

 

কাউন্সিলের মূলমন্ত্র: ইনোভেশন, ইনকিউবেশন এবং অন্ট্রাপ্রনারশিপ (I2E)

 

  •  দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সমাধানসমূহ (Innovative Solutions) সংগ্রহ করা;
  •  উদ্ভাবনী প্রযুক্তির পরীক্ষণ, পরিবীক্ষণ ও বাস্তবায়নের নিমিত্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যথাযথ পরিচর্যা বা উৎসাহ দানের (Incubation) লক্ষ্যে উদ্যোক্তাদের (Entrepreneurs) জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান ও গবেষণার স্থান নির্ধারণ করা;
  •  সফল উদ্ভাবনী প্রযুক্তির বাজারজাত করার লক্ষ্যে দেশী বা বিদেশী বিনিয়োগকারীদের সংগে উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করতে সহযোগিতা করা।

 

বিইপিআরসির লক্ষ্য:

 

  • দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণার অপরিহার্যতা তুলে ধরতে একটি আন্তর্জাতিক মানের অনলাইনবেইজ সেবা কেন্দ্র বা ওয়েব পোর্টাল গড়ে তোলা উক্ত পোর্টালের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতের চাহিদা পূরণের জন্য আকর্ষণীয় উদ্ভাবনী সমাধানসমূহ সংগ্রহ করা;
  • দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের অবকাঠামোগত চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ গবেষণা কার্যক্রমের সামর্থ্যকে অধিকতর শক্তিশালী ও সুদূঢ়করণ;
  • গবেষণা সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক ও আর্থিক সক্ষমতার উন্নয়নকরণ;
  • গবেষণা মঞ্জুরী এবং বৃত্তি কার্যক্রমে অর্থায়ন, সমন্বয় এবং পরিবীক্ষণ;
  • গ্রাহকের চাহিদা মোতাবেক যথাযথ প্রযুক্তি উদ্ভাবনে সহায়তাকরণ এবং
  • গবেষণা হতে প্রাপ্ত ফলাফল জনসাধারণের মাঝে প্রচার করণ। 

 

কৌশলগত উদ্দেশ্য:

১)     দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণার অপরিহার্যতা তুলে ধরতে একটি আন্তর্জাতিক মানের অনলাইনবেইজড সেবা কেন্দ্র বা ওয়েব পোর্টাল গড়ে তোলা এবং উক্ত পোর্টালের  মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে উদ্ভূত সমস্যাসমূহের আকর্ষণীয় উদ্ভাবনী সমাধানসমূহ সংগ্রহ করা;
২)    দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের অবকাঠামোগত চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ গবেষণা কার্যক্রমের সামর্থ্যকে অধিকতর শক্তিশালী ও সুদ্ঢ়করণ;
৩)    গবেষণা সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক ও আর্থিক সক্ষমতার উন্নয়নকরণ;
৪)     গবেষণা মঞ্জুরী এবং বৃত্তি কার্যক্রমে অর্থায়ন, সমন্বয় এবং পরিবীক্ষণ;
৫)    গ্রাহকের চাহিদা মোতাবেক যথাযথ প্রযুক্তি উদ্ভাবনে সহায়তাকরণ; এবং
৬)    গবেষণা হতে প্রাপ্ত ফলাফল জনসাধারণের মাঝে প্রচারকরণ।

 

কাউন্সিলের কার্যবালি:

 

  • জাতীয় প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা প্রণয়ন সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন;
  • কাউন্সিল এর বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
  • সরকার অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার সংক্রান্ত প্রায়োগিক গবেষণাকাজে আর্থিক বরাদ্দ প্রদান এবং সমন্বয় সাধন;
  • বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান প্রযুক্তির উন্নয়ন, উৎকর্ষতা সাধন ও নতুন প্রযুক্তি উদ্ভাবন;
  • গবেষণালব্ধ ফলাফল ও এর প্রয়োগ সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করার উদ্দেশ্যে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালার আয়োজন এবং এতদসংশ্লিষ্ট প্রকাশনা প্রনয়ণ;
  • এ খাতে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং এর নিরসনে করণীয় সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান;
  • বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার স্থাপনসহ এতে সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি;
  • কাউন্সিলের বাজেট প্রস্তাব অনুমোদনসহ বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত গবেষণা পরিকল্পনা প্রস্তাব পর্যালোচনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা;
  • বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন;
  • সরকারের পূর্বানুমোদনক্রমে, যে কোন ব্যক্তি বা সংস্থার সাথে চুক্তি সম্পাদন; এবং
  • কাউন্সিলের আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি, প্রবিধান দ্বারা বা সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন।

সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহ:

 

  • বিইপিআরসি’র গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে BEPRC Innovation Guideline-2023, Incubation, Entrepreneurship এবং BEPRC Lab Financing Guideline প্রণয়ন। এছাড়া জাতীয় গবেষণাগার স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে বিইপিআরসি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আলোকে একটি Agreement প্রস্তুত করা হয়েছে। যা অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা হয়েছে।
  • ০৮ টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
  • ইডকল ও বিইপিআরসি’র যৌথ অর্থায়নে Solar Irrigation এবং বুয়েট এর EEE বিভাগের সাথে BEMS প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
  • আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এর পদার্থ বিজ্ঞান বিভাগের নিউক্লিয়ার রিসার্চ সেন্টার আধুনিকায়নের উদ্দেশ্যে ০১ (এক) টি গাইগার মূলার কাউন্টার (G.M. Counter) স্থাপন করা হয়েছে।
  • বুয়েটের EEE বিভাগের Power System Lab এর সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে Modern Power System Simulator সফটওয়্যার ক্রয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
  • “বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০২১” প্রণয়ন করা হয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

 

সমস্যাসমূহ:

প্রোগ্রাম সলিসিটেশনে নিয়মিতভাবে পর্যাপ্ত মানসম্মত প্রকল্প প্রস্তাব প্রাপ্তি;

 

চ্যালেঞ্জসমূহ:

  • জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণা কাজে সম্পৃক্তকরণ;
  • গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি ক্রয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দীর্ঘসুত্রিতা;

 

ভবিষ্যৎ পরিকল্পনা:

  • জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠ সর্ম্পক বজায় রাখা;
  • কাউন্সিল কর্তৃক তহবিলের যে কোন গবেষণার ফলাফল সম্পর্কে পেটেন্ট বিষয়সমূহ নিশ্চিতকরণ;
  • ওয়েব পোর্টালের মাধ্যমে গবেষণা কাজ সমন্বয়, নিরীক্ষণ ও মূল্যায়ন;
  • সম্ভাবনাময় সমাপ্ত উদ্ভাবনী প্রকল্পগুলোকে ইনকিউবেশনের আওতায় আনয়ন;
  • দেশে -বিদেশে অবস্থানরত বিশেষজ্ঞদের গবেষণায় সম্পৃক্তকরণ;
  • সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়সমূহে সেমিনার আয়োজন এবং BEPRC এর কার্যক্রম অবহিতকরণ;